১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র, স্বস্তিতে ভক্তরা

শেয়ার করুন

সব জল্পনা ও দুশ্চিন্তার অবসান ঘটিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল। ভবিষ্যতে বাড়িতেই তার চিকিৎসা চলবে।

ধর্মেন্দ্রর টিম ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, অভিনেতার শারীরিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তিনি নিজ বাসভবনেই থাকবেন এবং সেখানেই প্রয়োজনীয় চিকিৎসা চলবে। এছাড়া তারা সকলের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন, ধর্মেন্দ্রের শারীরিক অবস্থা নিয়ে কোনো রকম গুজব বা ভুয়া খবর ছড়াবেন না এবং তার ও পরিবারের গোপনীয়তা ও সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে ‘হিম্যান’ খ্যাত এই অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অসুস্থতার খবর দ্রুত বলিউডে ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল। পরবর্তীতে ধর্মেন্দ্র পরিবারের পক্ষ থেকে মৃত্যুর ভুয়া খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করা হয়। এর মধ্যেই অনেক ভক্ত ও বলিউডের সতীর্থ দ্রুত হাসপাতালে গিয়ে তার দ্রুত আরোগ্য কামনা করেন।

সিএনআই/২৫

শেয়ার করুন