১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নিষিদ্ধ দলের বিক্ষোভ হলে আইন প্রয়োগ হবে কঠোর: প্রেস সচিব

শেয়ার করুন

প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা তাদের সহযোগী সমর্থকরা যদি কোনো ধরনের বিক্ষোভের চেষ্টা করে, তাহলে আইন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। সোমবার (১০ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা উল্লেখ করেন।

শফিকুল আলম বলেন, কিছু নেতারা মনে করছেন এটি আবারও ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো সময়। তাদের ধারণা, দিনের বেলা কিছু মানুষকে হত্যা করার পর হাজার হাজার দুর্বৃত্তকে রাস্তা দখলের জন্য ঢাকার কেন্দ্রস্থলে পাঠানো হবে। তবে তিনি সতর্ক করে বলেন, এটি এখন নতুন বাংলাদেশ, এবং অতীতের সেই পরিস্থিতি আর নেই। তিনি সবাইকে মনে রাখতে বলেন, জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না; এটি ২০০৬ সালের অক্টোবর নয়, এটি চিরদিনের জুলাই।

সিএনআই/২৫

শেয়ার করুন