১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসি নিবন্ধন দিতে চায় আরও ১৬টি দেশি পর্যবেক্ষক সংস্থা

শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) ইতিমধ্যেই ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করেছে। তবে প্রথম ধাপের এই তালিকা কম হওয়ায় আরও ১৬টি সংস্থাকে অন্তর্ভুক্তি দেওয়ার বিষয়ে দাবি, আপত্তি ও অভিযোগ আহ্বান করেছে ইসি।

শনিবার (৮ নভেম্বর) ইসি এই সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে (২৭ নভেম্বর বিকেল ৫টার আগে) সিনিয়র সচিব বরাবর লিখিতভাবে আপত্তি জানাতে হবে।

কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে উপযুক্ত প্রমাণসহ ছয় সেট আপত্তি দাখিল করতে হবে, যেখানে আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ থাকতে হবে। এরপর ইসি আপত্তির শুনানি করে গ্রহণ বা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য বেসরকারি সংস্থার মধ্যে রয়েছে—
এসো জাতি গড়ি (এজাগ), নেত্রকোনা সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনএসডিও), ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পিউর-ডরপ, হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন, কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি (KHRDS), দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা (ডিএমইউএস), রুরাল ইকোনোমিক সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রেসডো), রাসটিক, বাঁচতে শেখা, পিপলস অ্যাসোসিয়েশন ফর সোস্যাল এডভান্সমেন্ট (পাশা), ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন, মানব উন্নয়ন কেন্দ্র (মউক), বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেনা অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), যুব একাডেমী, এসডিএস, উইমেন এন্টারপ্রিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ।

আগে ৭টি সংস্থাকে প্রাথমিকভাবে নিবন্ধন দেওয়া হয়নি, কিন্তু ৬৬টি সংস্থা চূড়ান্তভাবে নিবন্ধিত হয়েছে। নতুন ১৬ সংস্থার বিষয়ে দাবি ও আপত্তি জানাতে ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

সিএন আই/২৫

শেয়ার করুন