
ইয়াছিন আরাফারাত (নোয়াখালী প্রতিনিধি)
নোয়াখালী কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় একটি সিএনজি চালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ নভেম্বর) আনুমানিক দুপুর আড়াইটায় কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সামনেই এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে,তিনি হলেন নোয়াখালী সরকারী কলেজর শিক্ষার্থী ইসরাত জাহান,বাবার নাম গিয়াস উদ্দিন।অন্যদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান কবিরহাট থেকে ৫যাত্রী নিয়ে চালক কোম্পানীগঞ্জ উপজেলা বসুরহাটের দিকে যাচ্ছিলেন।পথে আলিয়া মাদ্রাসার সামনে গেলে বসুরহাট থেকে আসা মালবাহী একটি ট্রাক অটোরিকশা উপরে চাপা দেওয়ার মূহূর্তে ঘটনাস্থলেই ৩জন মারা যায়,বাকিদের কবিরহাট উপজেলা সাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২জনকে মৃত ঘোষণা করেন।
অপর এক জনকে মাইজদী সদর হসপিটালে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহীন মিয়া জানান,খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।ঘটনাস্থলে ৩জন নিহত,আর বাকিদের হসপিটালে নিলে মৃত ঘোষণা করেন।
সিএনআই/২৫