১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে মাছের ঘেরে ভাসছিল এক ব্যক্তির মরদেহ

শেয়ার করুন

-বেনাপোলে একটি মাছের ঘের থেকে ওহিদুল ইসলাম (৩৭) নামে এক  ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে বেনাপোল এলাকার চাত্রের বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওহিদুল বেনাপোল পৌর এলাকার ছোট আঁচড়া গ্রামের খোকনের ছেলে।

নিহতের মামাতো ভাই বাবর আলী জানান, তাদের ভাই ওহিদুল চাত্রের বিলের মধ্যে একটি ঘেরে গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

প্রতিদিনের মতো তিনি বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে চাত্রের বিলের ঘেরে যান। পরে সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা।

শুক্রবার বিকেল চাত্রের বিল এলাকায় স্থানীয়রা মাছ ধরতে গেলে তার ভাসমান মরদেহ দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, তাদের ভাইকে দুষ্কৃতিকারীরা ঘেরের মধ্যে পানিতে ডুবিয়ে হত্যা করেছে।

এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা দাবিও জানান তিনি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। মর্গে প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জেনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।-

শেয়ার করুন