১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে সিকুইয়া অফলাইন সেমিনার অনুষ্ঠিত

শেয়ার করুন

মো:-জাহিদুল ইসলাম রুমন , সীতাকুণ্ড চট্টগ্রাম: সীতাকুণ্ড প্রাণকেন্দ্র আমাতুননুর ক্লাবের হলে গতকাল সকাল ১১টায় সিকুইয়া অফলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বর্তমানে এ সিকুইয়া’র সদস্যরা সারাদেশে একযোগে কাজ করছে। সিকুইয়া অফলাইন সেমিনারে পবিত্র কুরআান তিলওয়াতের মাধ্যমে সূচনা করা হয়,ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়,পোগ্রামে ১৫০জন সদস্য অংশগ্রহণ ও কুইজ প্রতিযোগিতা,লেভেল উত্তীর্ণ পুরষ্কার সহ নানান আয়োজন করা হয়। বিনামূল্যে প্রেসার ও ডায়াবেটিস সহ মেডিক্যাল চেকআপ করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নাল আবেদিন সাবেক কাউন্সিলর ২নং ওয়ার্ড সীতাকুণ্ড পৌরসভা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:- দেলোয়ার হোসেন ভুইঁয়া, মো:- শহিদুল ইসলাম শুক্কুর,মো:-মহিউদ্দিন চৌধুরী,মো:- ইউনূস |

শহিদুল ইসলাম সাগর,ফজিলাতুন্নেছা খানম,নার্গিস আরা খানম,তানবির হাসান শামিম,এ সময় বক্তারা সকলের উদ্দেশ্যে বলেন সিকুইয়া একটি বিজনেস প্লাটফর্ম এটাকে সবাই আন্তরিকতার সাথে যদি প্রহণ করে নিতে পারেন তাহলে সফল হবেন,বক্তারা আরো বলেন যতবেশি মেম্বার এ্যাড করবেন ততবেশি আপনাদের ইনকামও হবে,কাজেই বসে থেকে সময় নষ্ট না করে এখুনি সিকুইয়া তে যুক্ত হতে বলেন আরো দশজন সাবলম্বী হবেন বলে জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি বলেন আপনাদের আজকের আয়োজন বলে দেয় আপনারা সফল হবেন আগামিতে,আমরাও পাশে আছি।

প্রধান অতিথি বলেন , এমন একটি সুযোগ যা বিভিন্ন কত রকমের কোম্পানি এলোগেলো,কিন্তু এই কোম্পানিতে মাত্র এক হাজার টাকায় এই বিজনেস শুরু করা যায় এর চেয়ে আর ভালো কি হতে পারে। বিকাল ৪টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়, মো:-হাসান উদ্দিন বলেন বিভিন্ন দিকনির্দেশনা ও সকলের সহযোগিতা য় সকলকে নিয়ে এগিয়ে যাবেন বলে আশ্বাস দেন,এবং সকলে কোন কিছুর অজানা থাকলে নিমিষেই সমাধানের ও আশ্বাস দেন।

শেয়ার করুন