১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানের পরিবর্তে নেপালের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ

শেয়ার করুন

মিয়ানমার আসতে রাজি না হওয়ায় বাংলাদেশের ম্যাচ বাতিল করে আফগানিস্তান। তাই প্রীতি ম্যাচ খেলার জন্য ভিন্ন প্রতিপক্ষ বাছাই করা শুরু করে বাংলাদেশ। নেপালের নামই উচ্চারিত হয়েছিল সবচেয়ে বেশি। সেটাই হলো। ১৩ নভেম্বর আফগানিস্তানের বদলে এখন নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের পঞ্চম ম্যাচে আগামী ১৮ নভেম্বর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেই ম্যাচের প্রস্তুতি নিতে ১৩ নভেম্বর উপমহাদেশের আরেক দল আফগানিস্তানের বিপক্ষে খেলতে চেয়েছিল বাংলাদেশ। তবে দিনক্ষণ চূড়ান্ত করলেও হঠাৎই সিদ্ধান্ত পরিবর্তন করে আফগানিস্তান।

মূলত, মিয়ানমারের কারণেই আফগানিস্তান তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। বাংলাদেশ-ভারত ম্যাচের দিন ঢাকার কিংস অ্যারেনায় এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মিয়ানমারের বিপক্ষে খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু বাংলাদেশ সফরে আসতে রাজি নয় মিয়ানমার। তাই বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচটিও বাতিল করতে হয়েছে আফগানিস্তানকে।

শেয়ার করুন