১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক হলেন চার কর্মকর্তা

শেয়ার করুন

 

 

বাংলাদেশ পুলিশের চার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষর করেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—

  • অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মো. শাহরিয়ার,
  • বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার ড. মোহাম্মদ আবদুল কাদের,
  • সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ তালুকদার,
  • পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মো. জান্নাতুল হাসান

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানের প্রতিবেদন পাঠাবেন

জনস্বার্থে জারি করা এই আদেশ যোগদানের তারিখ থেকেই কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

সিএনআই/২৫

শেয়ার করুন