
ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও রাজধানীর বায়ুর মানের তেমন উন্নতি হয়নি। বৃহস্পতিবার সকালে সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের তালিকায় ১২৫ শহরের মধ্যে ঢাকার অবস্থান পঞ্চম, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
সকাল সোয়া আটটার দিকে ঢাকার গড় বায়ুমান (AQI) ছিল ১৬০। গতকাল রাজধানী ছিল চতুর্থ অবস্থানে। বায়ুদূষণের দিক থেকে আজ **শীর্ষে পাকিস্তানের লাহোর (স্কোর ৪৯৫), এরপর ভারতের দিল্লি (৪৪৭), চীনের বেইজিং (২০৬) এবং পাকিস্তানের করাচি (১৭০)।
নগরীর সাতটি স্থানে দূষণের মাত্রা সবচেয়ে বেশি—পুরান ঢাকার বেচারাম দেউড়ি (১৭০), দক্ষিণ পল্লবী (১৭০), বে’জ এজ ওয়াটার (১৬৩), ইস্টার্ন হাউজিং (১৬৩), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫৭), কল্যাণপুর (১৫৬) ও গোরান (১৫১)। এসব এলাকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।
আইকিউএয়ার নগরবাসীর জন্য পরামর্শ দিয়েছে—বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে, জানালা বন্ধ রাখতে হবে, এবং বাইরের ব্যায়াম যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে।
বায়ুদূষণের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু সাড়ে পাঁচ বছর কমছে, জানায় যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি)। এছাড়া বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে দূষণে ২ লাখ ৭২ হাজারের বেশি মানুষের অকালমৃত্যু এবং জিডিপির ১৭.৬ শতাংশ সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়।
বৃষ্টি হলেও রাজধানীতে দূষণের মাত্রা না কমায় বিশেষজ্ঞরা বলছেন, নগরীর ধুলা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের অদক্ষ ব্যবস্থাপনাই দূষণের মূল কারণ—যা ঢাকাকে বিশ্বের অন্যতম দূষিত শহরে পরিণত করছে।
সিএনআই/২৫