
চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধীরা পাঁচ দফা দাবিতে থালা-বাটি হাতে যমুনা অভিমুখে লং মার্চ শুরু করেছিলেন। তবে শাহবাগ মোড়ে গিয়ে পুলিশ তাদের যাত্রা থামিয়ে দেয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ থেকে শুরু হয় প্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীদের লং মার্চ। কিন্তু কিছুদূর এগোতেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এতে প্রতিবন্ধীরা শাহবাগ থানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ তাদের জাতীয় জাদুঘরের সামনে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
দৃষ্টি প্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে বিশেষ নিয়োগের ব্যবস্থা,
২. প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ২ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ প্রতিবন্ধী কোটা বাস্তবায়ন,
৩. শ্রুতি লেখক মনোনয়নের স্বাধীনতা,
৪. সমাজসেবা অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নির্দিষ্ট পদে নিয়োগ,
৫. সরকারি চাকরির বয়সসীমা প্রতিবন্ধীদের জন্য ৩৫ বছর করা।
চাকরিপ্রত্যাশীরা জানান, ২০১৮ সাল থেকে তাঁরা ন্যায্য অধিকার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু এখনো প্রতিবন্ধী কোটা যথাযথভাবে বাস্তবায়িত হয়নি।
সিএনআই/২৫