১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জবি ছাত্রদল নেতা জোবায়েদ খুন, আটক ৩

শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জোবায়েদ হোসাইন খুনের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি।

তিনি বলেন, ‘বিশেষ অভিযানে আমরা এখন পর্যন্ত তিনজন আসামিকে আটক করেছি। তবে এখনই তাদের নাম পরিচয় আমরা প্রকাশ করব না তদন্তের স্বার্থে। আগামীকাল সকালে আমরা বিস্তারিত বিফ্রিং করব। এ ছাড়া আপাতত আর কিছুই বলা যাবে না।’

এ ময় অভিযুক্ত মাহির রহমানকে থানায় তার মায়ের হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে পুলিশের কর্মকর্তা বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। কিছু বলব না, যা পেয়েছি কাল সকালেই বিস্তারিত জানানো হবে।’

শেয়ার করুন