১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার
৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শাপলা চত্বরে শহীদদের নাম স্থায়ীভাবে সংরক্ষণের ঘোষণা

শেয়ার করুন

শাপলা চত্বরে শহীদদের নাম স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

অনুষ্ঠানে ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ও ২০২১ সালের বিক্ষোভে নিহত শহীদদের পরিবারের হাতে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। মোট ৭৭ জন শহীদের পরিবারের মধ্যে ৭ কোটি ৭০ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে বলে জানান উপদেষ্টা আসিফ।

তিনি বলেন, “শহীদদের রক্ত বৃথা যায়নি। তাদের নাম ইতিহাসে স্থায়ীভাবে থাকবে। ফ্যাসিবাদী শক্তি শাপলার ঘটনার সত্যতা নস্যাৎ করার চেষ্টা করছে, তাই আমাদের সতর্ক থাকতে হবে।”

অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ডা. আ. ফ. ম. খালিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আসিফ মাহমুদ লেখেন, “২০১৩ সালের শাপলা চত্বরে নিহত ৫৮ জন এবং ২০২১ সালের আন্দোলনে শহীদ ১৯ জন—মোট ৭৭ শহীদ পরিবারের প্রত্যেককে ১০ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।”

সিএনআই/২৫

শেয়ার করুন