১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার
৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মানবকল্যাণ ও আধ্যাত্মিক দিশাই শরিয়তের মূল লক্ষ্য

শেয়ার করুন

ইসলামী শরিয়তের মূল উদ্দেশ্য হলো মানবকল্যাণ ও আধ্যাত্মিক দিশা প্রদান। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, ‘আমি আপনাকে (হে রাসুল) দ্বিনের সঠিক পথের ওপর প্রতিষ্ঠিত করেছি।’ (সুরা: জাসিয়া, আয়াতাংশ: ১৮)। অর্থাৎ ইসলামী শরিয়াহর প্রতিটি বিধান মানুষের দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত।

শরিয়তের অন্যতম উদ্দেশ্য হলো মানুষকে পাপ-পঙ্কিলতা থেকে মুক্ত করে পবিত্র জীবনের পথে পরিচালিত করা। আল্লাহ বলেন, ‘আল্লাহ চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করতে।’ (সুরা: আহজাব, আয়াত: ৩৩)। প্রিয় নবী (সা.) বলেছেন, ‘বান্দাদের ওপর আল্লাহর হক হচ্ছে, তারা একমাত্র তাঁরই ইবাদত করবে এবং তাঁর সঙ্গে কাউকে শরিক করবে না।’ (মুসলিম)।

মাকাসিদে শরিয়াহ অর্থাৎ শরিয়তের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো মানুষের সামগ্রিক মঙ্গলসাধনের জন্য নির্ধারিত। ইসলামী আইনজ্ঞদের মতে, মাকাসিদে শরিয়াহ পাঁচটি মৌলিক বিষয়কে ঘিরে আবর্তিত—
১. আদ-দ্বিন (ধর্ম): ইসলাম পালনের স্বাধীনতা ও নিরাপত্তা।
২. আন-নফস (জীবন): মানুষের জীবন রক্ষা ও সুরক্ষা।
৩. আল-আকল (বুদ্ধি): জ্ঞান ও চিন্তার স্বাধীনতা সংরক্ষণ।
৪. আন-নাসাব (বংশ): বংশধারা ও পারিবারিক নিরাপত্তা রক্ষা।
৫. আল-মাল (সম্পদ): সম্পদ ও অর্থনৈতিক স্থিতি সংরক্ষণ।

এসব উদ্দেশ্যের বাস্তবায়ন মানবজীবনের ভারসাম্য ও ন্যায় প্রতিষ্ঠা নিশ্চিত করে। শরিয়তের বিধানগুলোকে তিন স্তরে ভাগ করা হয়েছে—
১. আয জরুরিয়াত (অত্যাবশ্যকীয়): ধর্ম, জীবন, বুদ্ধি, বংশ ও সম্পদ রক্ষার মতো মৌলিক প্রয়োজন।
২. আল হাজিয়াত (প্রয়োজনীয়): জীবনকে সহজ ও স্বাভাবিক করতে বিয়ে, ব্যবসা ইত্যাদি।
৩. আৎ তাহসিনিয়াত (সৌন্দর্য বা পরিপূর্ণতা): জীবনের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়, যেমন খাবার ও পোশাকের মানোন্নয়ন।

মাকাসিদে শরিয়াহর মাধ্যমে ইসলামী জীবনব্যবস্থা শুধু ইবাদত নয়, বরং সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক দিকেও ভারসাম্য আনে। এর লক্ষ্য মানুষকে আল্লাহর নিকটবর্তী করা, ন্যায় ও শান্তির পরিবেশ সৃষ্টি করা এবং দুনিয়া-আখিরাতে সফলতা অর্জন।

ইসলাম সহজতার ধর্ম। নবী করিম (সা.) বলেছেন, ‘সহজ করো, কঠিন কোরো না; সুসংবাদ দাও, ভীত করো না।’ (বুখারি)। তাই শরিয়তের প্রকৃত উদ্দেশ্য বুঝে তা জীবনে প্রয়োগ করাই হলো আধ্যাত্মিক উন্নয়ন ও মানবকল্যাণের মূল চাবিকাঠি।

 

শেয়ার করুন