১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে ঐকমত্যের আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের

শেয়ার করুন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন—দেশের পরবর্তী নির্বাচন যেন ঐকমত্যের ভিত্তিতে অনুষ্ঠিত হয়। তিনি বলেন, “যেভাবে আমরা জুলাই জাতীয় সনদ নিয়ে ঐক্যে পৌঁছেছি, ঠিক সেভাবেই রাজনৈতিক দলগুলোও বসে সিদ্ধান্ত নিক, কীভাবে নির্বাচন করবে। যেমন-তেমন করে নির্বাচন করলে আমরা আবার পুরোনো জায়গায় ফিরে যাব। এত কষ্ট করে কাজের ফল তাহলে কী হবে?”

শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি সনদকে বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের এক ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেন।

ড. ইউনূস বলেন, “আজ আমরা যে ঐক্যের সুর বাজিয়েছি, সেই ঐক্যের সুর নিয়েই নির্বাচনের দিকে যেতে চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই নির্বাচনে এই ঐক্য যেন বজায় থাকে।”

তিনি আরও বলেন, এই সনদের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করেছে। “আমরা বর্বরতা থেকে সভ্যতায় এসেছি। আগে যেখানে আইন ছিল না, মানুষ যা খুশি তাই করত, এখন আমরা নিয়ম ও শৃঙ্খলার পথে হাঁটছি। এই সনদ-পরবর্তী জীবন আমরা কীভাবে গঠন করব, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই সনদ জাতির বিভেদ ও তর্কবিতর্কের অবসান ঘটাবে। তিনি বলেন, “আমরা এখন থেকে নিয়মমাফিক চলব। আর তর্কবিতর্ক নয়, এখন সময় আমাদের সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগানোর।”

বঙ্গোপসাগর প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এতদিন আমাদের সামুদ্রিক অঞ্চল নিয়ে উদাসীন ছিলাম। অথচ বঙ্গোপসাগর বাংলাদেশেরই অংশ, যা বিপুল সম্পদের ভাণ্ডার। এখন আমরা সেই সম্পদকে কাজে লাগাতে চাই, দেশকে এগিয়ে নিতে চাই।”

সমুদ্রবন্দর উন্নয়ন নিয়েও তিনি গুরুত্বারোপ করেন। ড. ইউনূস বলেন, “আমরা যদি মাতারবাড়ি, কক্সবাজার ও মহেশখালী মিলিয়ে একযোগে আধুনিক সমুদ্রবন্দর তৈরি করতে পারি, তাহলে সারা বিশ্বের জাহাজ আমাদের বন্দরে ভিড়তে বাধ্য হবে। সিঙ্গাপুরে গিয়ে পণ্য খালাস করতে হবে না—সব এখানেই সম্ভব হবে।”

তিনি বিশ্বাস করেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল “নতুন সিঙ্গাপুরে” পরিণত হবে। “এটি আমাদের জন্য এক বিশাল অর্থনৈতিক সুযোগ। নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়িয়ে আমরা আঞ্চলিক অর্থনীতি গড়ে তুলতে পারব। এতে সবাই উপকৃত হবে।”

শেষে তিনি বলেন, “যদি আমরা সঠিক পথে এগোই, তাহলে বাংলাদেশ শুধু রাজনৈতিক ঐক্যে নয়, অর্থনৈতিক উন্নয়নেও এক অনন্য উদাহরণ হয়ে উঠবে। এখন প্রয়োজন ঐক্য, শৃঙ্খলা ও দূরদৃষ্টি।”

সিএনআই/২৫

শেয়ার করুন