১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা

শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এখন চলছে ব্যালট বাক্স সংগ্রহ ও গণনার প্রস্তুতি, এরপরই জানা যাবে ফলাফল।

দিনভর নির্বাচনী উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ছিল সরগরম। শিক্ষার্থীদের মধ্যে ছিল উচ্ছ্বাস, উদ্দীপনা ও প্রত্যাশার আমেজ। তবে ভোটগ্রহণ চলাকালীন কিছু কেন্দ্র ঘিরে অভিযোগও ওঠে।

প্রার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কিছু কেন্দ্রে অমোচনীয় কালি সহজেই মুছে গেছে, আবার কোথাও ছাত্রদলের প্রার্থীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের নামে গুজব ছড়ানো হয়েছে। অন্যদিকে ছাত্রশিবিরের প্রার্থীদের বিরুদ্ধে কয়েকটি কেন্দ্রে ভোট বন্ধ রেখে কারচুপি ও বহিরাগতদের মাধ্যমে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।

নির্বাচন কমিশন জানায়, এবারের নির্বাচনে নয়টি ভবনের ১৭টি কেন্দ্রে মোট ৯৯০টি বুথে ভোটগ্রহণ হয়। বিকেল ৪টার পর আর কাউকে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, তবে যারা এর আগেই লাইনে ছিলেন, তাদের ভোট দিতে সুযোগ দেওয়া হয়েছে।

ভোটগ্রহণ শেষে সব ব্যালট বাক্স নিরাপত্তার মধ্য দিয়ে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নেওয়া হয়েছে। সেখানে চলছে ভোট গণনার প্রস্তুতি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণনা ও ফলাফল প্রকাশের পুরো প্রক্রিয়া মিলনায়তনের সামনে বড় পর্দায় সরাসরি দেখানো হবে।

শিক্ষার্থীরা এখন অপেক্ষায়—কে হচ্ছেন নতুন রাকসু ও হল সংসদের প্রতিনিধি।

সিএনআই/২৫

শেয়ার করুন