
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মাস্টার দা সূর্য সেন হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি ও এজিএস পদে এগিয়ে আছেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা, আর জিএস পদে এগিয়ে আছেন ছাত্রশিবিরের প্রার্থী।
বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ভবনের ডিন অফিসে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. আল আমীন।
ফল অনুযায়ী,
-
ভিপি পদে ছাত্রদলের সাজ্জাদ হোসেন পেয়েছেন ১৪১ ভোট,
শিবিরের মো. ইব্রাহীম হোসেন পেয়েছেন ১৩০ ভোট। -
জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব পেয়েছেন ১৭৫ ভোট,
ছাত্রদলের মো. শাফায়াত হোসেন পেয়েছেন ৫৩ ভোট। -
এজিএস পদে ছাত্রদলের আয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ১৭০ ভোট,
শিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৬৫ ভোট।
চাকসুর বাকি হলগুলোর ফলাফল পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।