১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

যবিপ্রবি এফএমবি অন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এফএমবি-২০ ব্যাচ

শেয়ার করুন

মাহফুজুল ইসলাম, যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স  (এফএমবি) বিভাগের অন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে এফএমবি-২০ (ইলশে-কুড়ি) ব্যাচ। রানার্সআপ হয়েছে এফএমবি-২২ ব্যাচ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল তিনটায় যবিপ্রবি এফএমবি বিভাগের অন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এফএমবি-২০ বনাম এফএমবি-২২ ব্যাচের মধ্যকার ফাইনাল খেলায় ২-০ গোলে জয়ী হয় এফএমবি-২০ (ইলশে-কুড়ি)। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় এফএমবি-২০ ব্যাচের মোঃ মনোয়ার হোসেন। এছাড়া পুরো টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা গোলকিপার  নির্বাচিত হয় ইলশে-কুড়ি (এফএমবি-২০) ব্যাচের সালেহীন আদিব ও মিনহাজ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমের পুরষ্কার তুলে দেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন, এফএমবি বিভাগের চেয়ারম্যান ও বিভাগের শিক্ষাকরা।

ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন যবিপ্রবি জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আমিনুর রহমান, বিভাগের অধ্যাপক ড. সুব্রত মন্ডল, অধ্যাপক ড. মঞ্জুরুল হক, সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুস সামাদ, সহকারী অধ্যাপক প্রিয়াংকা পাল ও ড. শারমিন সুরাইয়া এবং এফএমবিসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, এফএমবি-২১ ব্যাচের পরিচালনায় বিভাগে বিভিন্ন ব্যাচের ছয়টি টিম অংশগ্রহণ করে টুর্নামেন্টে।

শেয়ার করুন