
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
বাংলাদেশে ডিজিটাল লেনদেন আরও সহজ করতে জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মধ্যে আন্তঃপরিচালনাযোগ্য (ইন্টার-অপারেবল) লেনদেন চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন এই সেবা চালু হবে আগামী ১ নভেম্বর থেকে। ফলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি বিকাশ, নগদ, রকেটসহ অন্যান্য এমএফএস অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে। একইভাবে এমএফএস থেকেও ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা সম্ভব হবে।
নতুন ফি কাঠামো ঘোষণা
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, ইন্টার-অপারেবল লেনদেনে নির্দিষ্ট হারে চার্জ প্রযোজ্য হবে।
ব্যাংক থেকে এমএফএসে টাকা পাঠানোয় সর্বোচ্চ ফি: ০.১৫%
পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) থেকে এমএফএসে পাঠালে: ০.২০%
এমএফএস থেকে ব্যাংকে টাকা পাঠালে: সর্বোচ্চ ০.৮৫%
এতে গ্রাহককে লেনদেনের সময় ফি সম্পর্কে অবহিত করা হবে এবং তা প্রেরকের হিসাব থেকেই কাটা হবে। প্রাপকের কাছ থেকে কোনো অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না।
১ হাজার টাকায় কত চার্জ লাগবে
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়,
ব্যাংক থেকে মোবাইল অ্যাকাউন্টে ১,০০০ টাকা পাঠাতে ফি ১.৫০ টাকা,
পিএসপি থেকে মোবাইল অ্যাকাউন্টে পাঠালে ২ টাকা,
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ, রকেট) থেকে ব্যাংকে পাঠালে সর্বোচ্চ ৮.৫০ টাকা পর্যন্ত চার্জ প্রযোজ্য হবে।
তবে ব্যাংক থেকে ব্যাংকে অর্থ স্থানান্তরের বর্তমান ইন্টারনেট ব্যাংকিং ফি অপরিবর্তিত থাকবে।
এই ইন্টার-অপারেবল ব্যবস্থার ফলে গ্রাহকরা আর আলাদা অ্যাপে অর্থ স্থানান্তরের ঝামেলায় পড়বেন না। একই প্ল্যাটফর্মে সব ব্যাংক, এমএফএস ও ডিজিটাল ব্যাংক যুক্ত থাকবে, যা নগদ অর্থের ব্যবহার কমাবে এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়াবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল লেনদেন আরও নিরাপদ, স্বচ্ছ ও দ্রুততর হবে।
পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট (পিএসডি) থেকে জারি করা সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংক, এমএফএস ও পিএসপি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।