১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বেরোবিতে সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

শেয়ার করুন

রাকিবুল হাসান মুন্না
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

উপাচার্য জানান, সংঘর্ষের সঙ্গে সম্পৃক্ত সব ঘটনা ও এর পেছনের কারণ অনুসন্ধানের জন্য গঠিত এই কমিটি নিরপেক্ষভাবে তদন্ত করবে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক। কমিটির সদস্যসচিবের দায়িত্বে থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান।

এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান, বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. আমির শরীফ এবং জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হক।

উপাচার্য বলেন, “তদন্ত কমিটি দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

 

শেয়ার করুন