১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাটলির পরবর্তী ছবিতে যশের সম্ভাবনা

শেয়ার করুন

‘জওয়ান’-এর বিশ্বজোড়া সাফল্যের পর আরও আলোচনায় দক্ষিণ ভারতের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। বর্তমানে তিনি ‘পুষ্পা’খ্যাত আল্লু অর্জুনকে নিয়ে তার নতুন সিনেমার প্রস্তুতিতে ব্যস্ত। তবে এখানেই শেষ নয়, এবার তিনি ‘কেজিএফ’ তারকা যশকে নিয়ে কাজ করার ইঙ্গিত দিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে-এর সঙ্গে এক সাক্ষাৎকারে অ্যাটলি বলেন, বেঙ্গালুরুতে তার অনেক বন্ধু আছেন, যাদের মধ্যে অন্যতম যশ। তিনি জানান, “যশ স্যার আমার খুব ভালো বন্ধু। তার প্রতি এবং তার কাজের প্রতি আমার গভীর শ্রদ্ধা।”

একই সঙ্গে ভবিষ্যতে একসঙ্গে কাজের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “দেখা যাক সামনে কিছু একটা হতে পারে কি না।” এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মধ্যে জল্পনা শুরু হয়েছে—অ্যাটলি ও যশ কি একসঙ্গে বড় কোনো প্রজেক্টে আসছেন?

উল্লেখ্য, ২০২৪ সালে তাদের আগের একটি সাক্ষাৎ ইতিমধ্যেই ভাইরাল হয়েছিল। এবার সেই বন্ধুত্ব কি সিনেমায় রূপ নিচ্ছে, তা নিয়েই উৎসুক ভক্তরা।

বর্তমানে যশ কাজ করছেন পরিচালক গীতু মোহনদাসের ‘টক্সিক’ সিনেমায়, যা মুক্তি পাবে ২০২৬ সালের মার্চে। এছাড়া আগামী বছর নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’ ছবিতে রাবণের চরিত্রে দেখা যাবে তাকে।

শেয়ার করুন