১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ভালো অবস্থা থেকে দিন শেষ করল পাকিস্তান

শেয়ার করুন

লাহোর টেস্টের দ্বিতীয় দিনে নোমান আলির দুর্দান্ত বোলিংয়ে শক্ত অবস্থানে দিন শেষ করেছে পাকিস্তান। দিনের শেষে দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে ২১৬ রান করেছে। পাকিস্তানের প্রথম ইনিংসের ৩৭৮ রানের বিপরীতে এখনও পিছিয়ে ১৬২ রানে।

প্রথম দিনের শেষে ৩১৩/৫ থেকে পাকিস্তানের ইনিংস দ্রুত গুটিয়ে যায়। সকালে সেনুরান মুথুসামি দুর্দান্ত স্পিনে মাত্র ১০.৪ ওভারে বাকি পাঁচ উইকেট তুলে নেন, যার মধ্যে এক ওভারে তিন উইকেট নিয়ে তিনি তুলে নেন তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটের মাইলফলক।

ইমাম-উল-হক (৯৩) ও সালমান আগা (৯৩) ছিলেন পাকিস্তানের ইনিংসের সেরা রান সংগ্রাহক।

জবাবে দক্ষিণ আফ্রিকা শুরুটা ভালো করলেও পাকিস্তানের স্পিন আক্রমণে ধীরে ধীরে ভেঙে পড়ে। নোমান আলি প্রথমে এইডেন মার্করামকে আউট করেন, পরে উইয়ান মুল্ডার, ট্রিস্টান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিস ও কাইল ভেরেইনেকে ফেরান। তিনি দিনের শেষে ৪ উইকেট নেন ৮৫ রানে।

দক্ষিণ আফ্রিকার পক্ষে টনি ডি জর্জি অপরাজিত ৮১ ও রায়ান রিকেলটন ৭১ রান করেন। তাদের জুটিই দলকে কিছুটা স্বস্তি এনে দেয়। তবে বাবর আজমের এক হাতের দুর্দান্ত ক্যাচে রিকেলটন আউট হলে আবার চাপ বাড়ে।

দিনের শেষে ডি জর্জি ও নাইটওয়াচম্যান মুথুসামি অপরাজিত থেকে দিন শেষ করেন।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ৩৭৮ (ইমাম ৯৩, সালমান আগা ৯৩; মুথুসামি ৬–১১৭)

দক্ষিণ আফ্রিকা ২১৬/৬ (ডি জর্জি ৮১, রিকেলটন ৭১; নোমান আলি ৪–৮৫)*

পাকিস্তান এগিয়ে ১৬২ রানে।

শেয়ার করুন