১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কবর জিয়ারতে কি পবিত্রতা শর্ত? শরিয়তের বিধান জানুন

শেয়ার করুন

ইসলামে কবর জিয়ারত একটি গুরুত্বপূর্ণ সুন্নত হিসেবে বিবেচিত হয়। হাদিসের বর্ণনা অনুযায়ী, রাসুল (স.) নিয়মিত মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে মৃত মুসলমানদের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করতেন।

কবর জিয়ারতের ফজিলত
ইসলামিক স্কলারদের মতে, কবর জিয়ারত মুমিনদের জন্য পরকালের স্মৃতি জাগ্রতকারী একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এ মাধ্যমে মৃতদের জন্য দোয়া করা হয় এবং নিজের মৃত্যুকে স্মরণ করা হয়। নবীজি (স.) বলেছেন, ‘আমি আগে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, এখন তোমরা জিয়ারত করো; কারণ এটি মৃত্যুর স্মরণ করিয়ে দেয়।’ (সুনানে নাসায়ি: ১৫৬৪) হাদিসে আরও এসেছে, ‘যখন কেউ মৃতের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তার শাস্তি লাঘব করে দেন।’ (মুসনাদে আহমাদ: ২/৫০৯)

পবিত্রতা সংক্রান্ত নির্দেশনা
ইসলামি আইনজ্ঞরা বলেন, কবর জিয়ারতের সময় পবিত্রতা বজায় রাখা উত্তম ও উচিত। তবে কোনো কারণে গোসল ফরজ অবস্থায় কেউ কবর জিয়ারত করলে তা জায়েজ আছে, তবে এ অবস্থায় কোরআন তেলাওয়াত থেকে বিরত থাকতে হবে।

হজরত আলী (রা.) থেকে বর্ণিত, রাসুল (স.) বলতেন, ‘রাসুলুল্লাহ (স.) আমাদের কোরআন শিক্ষা দিতেন, যতক্ষণ না তিনি জুনুবি হতেন।’ (মুসনাদে আহমদ: ৬২৭, তিরমিজি: ১৪৬, সহিহ ইবনে হিব্বান: ৭৯৯)

বিশেষ নোট
কবর জিয়ারতের সময় বিশেষ দোয়া ও ইস্তেগফার পাঠের মাধ্যমে আল্লাহর রহমত ও ক্ষমা কামনার পরামর্শ দেন ইসলামি বিশেষজ্ঞরা। এ সময় পরকালের কথা স্মরণ করে নিজের জীবনকে সংশোধনের চেষ্টা করাও কবর জিয়ারতের অন্যতম উদ্দেশ্য।
(ফতোয়ায়ে সিরাজিয়া, পৃ. ৮; আদ্দুররুল মুখতার:১/২৯৩; ফতোয়ায়ে হিন্দিয়া: ১/৩৮; ফতোয়ায়ে তাতারখানিয়া: ১/৪৮১)

 

 

শেয়ার করুন