
প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে নেমেই বাজিমাত করল নামিবিয়া ক্রিকেট দল। আজ শনিবার উইন্ডহকে প্রোটিয়াদের বিপক্ষে ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটের ঐতিহাসিক জয় পেল দলটি।
বেশ উত্তেজনায়ই শেষ হয়েছে দুই দলের এই ম্যাচ। প্রোটিয়াদের হারাতে শেষ ওভারে নামিবিয়ার দরকার ছিল ১১ রান। আন্দিলে সিমেলানের প্রথম বলেই ছক্কা হাঁকান জেন গ্রিন। পরের তিন বলে চার রান তুলে সমীকরণ একদম সহজ করে দেন নামিবিয়ান ব্যাটাররা। পঞ্চম বল ডট দিলেও শেষ বলে মিড-উইকেট দিয়ে চার হাঁকিয়ে দক্ষিণ আফ্রিকাকে স্তব্ধ করে দেন গ্রিন।
এই নিয়ে চতুর্থবারের মতো টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে জয় পেল নামিবিয়া। এর আগে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে হারিয়েছিল তারা। আর এই নিয়ে দ্বিতীয়বার কোনো আইসিসির সহযোগী দেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে হারল দক্ষিণ আফ্রিকা। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের ১৩ রানে হারিয়েছিল নেদারল্যান্ডস।
প্রথমে ব্যাট করতে নেমে এদিন রুবেন ট্রামপেলমানের ৩ উইকেটে ১৩৪ রানে থামে প্রোটিয়ারা। জেসন স্মিথের ৩০ বলে ৩১ রান ছাড়া কেউই ত্রিশোর্ধ্ব রানের ইনিংস পাননি। জবাব দিতে নেমে নামিবিয়াও বিপদে পড়ে। শেষ পর্যন্ত গ্রিন ২৩ বলে অপরাজিত ৩০ রানের ইনিংস খেললে জয়ের মুখ দেখে দলটি।