
ঝিনািইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ১১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে তিনটার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানোর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটকরা হলেন, কুমিল্লার বরুড়ার থানার রেওলাইন গ্রামের হরেকৃষ্ণ আইনের ছেলে রিপন চন্দ্র আইন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরকাকড়া গ্রামের জাকের হোসেনের ছেলে জাহেদ হোসেন (৩৫), গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার গোয়ালগ্রামের শরৎ বাড়ৈ এর ছেলে সঞ্জিৎ বাড়ৈ ও ফরিদপুরের সদরপুর থানার মধুমন্ডলডঙ্গী গ্রামের হৃদয় চন্দ্র সরকারের ছেলে সুশীল সরকার।
বিজিবি জানিয়েছে, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বাঘাডাংগা বিওপির হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে সীমান্ত পিলার ৬০/৩৭-আর এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় ৩ নারী ও এক শিশুসহ ৫ জনকে আটক করা হয়।
আরও পড়ুন: দেশের অনলাইন জুয়া চক্রের অন্যতম শীর্ষ এজেন্ট লিপু গ্রেফতার
এছাড়া একই বিওপির পৃথক অভিযানে সীমান্ত পিলার ৬০/৩১-আর সংলগ্ন এলাকা থেকে ৩ নারী সহ ৬ জনকে আটক করে বিজিবি। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। মামলা দায়েরের মাধ্যমে প্রাপ্ত বয়স্ক পুরুষদের আদালতে সোপর্দ করা হবে।