১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ফুটন্ত ফুল আসরের নতুন কমিটি গঠিত: নবনির্বাচিত পরিষদে নতুন উদ্দীপনা ও অঙ্গীকার

শেয়ার করুন

পটিয়া প্রতিনিধি : শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে নিবেদিতপ্রাণ সংগঠন ‘ফুটন্ত ফুল আসর’— পটিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড শাখা— সম্প্রতি ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করেছে। এ উপলক্ষে এক আনন্দঘন পরিবেশে সংগঠনটির বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

কাউন্সিল শেষে নবনির্বাচিত নেতৃত্ব ঘোষণা করা হয়। নতুন কমিটিতে দায়িত্ব পেয়েছেন —

মোঃ শরীফুল আজম – সভাপতি

এস.এম ফরিদুল আলম – সাধারণ সম্পাদক

মোঃ এফতিয়ার হোসেন রাশেদ – সাংগঠনিক সম্পাদক

মুহাম্মদ রাশিদুর রহমান – অর্থ সম্পাদক

কমিটি ঘোষণার পর সংগঠনের পক্ষ থেকে একটি মনোজ্ঞ পোস্টার প্রকাশ করে নবনির্বাচিত পরিষদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

সংগঠনের এক বিবৃতিতে জানানো হয়,,

> “ফুটন্ত ফুল আসর শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে কাজ করছে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীল, সৃজনশীল ও সমাজমুখী কার্যক্রম পরিচালনা করবে। আমরা চাই, প্রত্যেক তরুণ যেন সমাজে দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলে।”

 

নবনির্বাচিত সভাপতি মোঃ শরীফুল আজম বলেন,

> “এই দায়িত্ব আমার জন্য গৌরবের, আবার দায়িত্ববোধেরও। আমরা সকল সদস্যদের সহযোগিতায় ফুটন্ত ফুল আসরকে আরও শক্তিশালী করে তুলব। আমাদের লক্ষ্য— তরুণ সমাজকে সৎ চিন্তা, নৈতিকতা ও মানবিক চেতনায় উজ্জীবিত করা।”

 

অন্যদিকে সাধারণ সম্পাদক এস.এম ফরিদুল আলম বলেন,

> “আমরা শিক্ষার্থীদের নিয়ে এমন একটি সমাজ গঠন করতে চাই, যেখানে জ্ঞানের চর্চার পাশাপাশি চরিত্র ও আদর্শের বিকাশ ঘটবে। ফুটন্ত ফুল আসর সেই ইতিবাচক পরিবর্তনের ধারক হতে চায়।”

ফুটন্ত ফুল আসর প্রতিষ্ঠার পর থেকেই পটিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা, পাঠচক্র, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে আসছে। সংগঠনের সদস্যরা নিয়মিতভাবে মানবিক সহায়তা কার্যক্রম, বৃক্ষরোপণ, রক্তদান, ও শিক্ষাবৃত্তি প্রদানেও অংশগ্রহণ করে থাকে।

এছাড়া সংগঠনের মূলমন্ত্র—
“সততা, জ্ঞান ও মানবিকতার আলোয় আলোকিত তরুণ সমাজ।”
এই মূলনীতির প্রতি অবিচল থেকে আসরের সদস্যরা সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন।

নবগঠিত পরিষদের প্রতি শুভেচ্ছা জানিয়ে পোস্টারে লেখা হয়েছে—
“শুভেচ্ছান্তে: ফুটন্ত ফুল আসরের নবগঠিত পরিষদের উপদেষ্টা, সম্পাদক ও সদস্যবৃন্দ।”

সবার প্রত্যাশা, নতুন নেতৃত্বে ‘ফুটন্ত ফুল আসর’ আরও সংগঠিত ও কর্মবীর্যশালী রূপে আত্মপ্রকাশ করবে এবং তরুণ প্রজন্মের মধ্যে আলোকিত সমাজ গঠনের দৃষ্টান্ত স্থাপন করবে।

শেয়ার করুন