১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে ফ্রি ফায়ার খেলা নিয়ে মারামারি, আহত ১

শেয়ার করুন

ঢাকার লালবাগের আমলিগোলায় ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটেছে। এতে ৪০ বছর বয়সী শহীদ মিয়া গুরুতর আহত হয়েছেন। তিনি পেশায় কাঁচামাল বিক্রেতা। গতকাল শুক্রবার রাতের দিকে আমলিগোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, আহত শহীদকে তার ছেলে মামুন রাত ১টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

জানা গেছে, গতকাল রাতে শহীদ মিয়ার ছেলে মামুন ও মাহমুদউল্লাহর ছেলে ফ্রি ফায়ার খেলাকে কেন্দ্র করে তর্কে জড়িয়ে পড়ে। পরে উভয় পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে শহীদ মিয়ার গুরুতর আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

শেয়ার করুন