১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

রোমাঞ্চকর জয়ে স্বস্তির সুর, তবু শঙ্কা দেখছেন সিমন্স

শেয়ার করুন

এক ম্যাচ হাতে রেখে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে এই জয়ে খুশির পাশাপাশি শঙ্কার ইঙ্গিতও দিলেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স। শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনায় ভরা ম্যাচ জিতে স্বস্তি মিললেও, সিমন্স মনে করিয়ে দিলেন—এমন জয় দলের জন্য যেমন ইতিবাচক, তেমনি চাপেরও।

৫ বল হাতে রেখে ২ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘প্রথমেই বলব, ম্যাচটা দুর্দান্ত হয়েছে। গতকালের চেয়ে অনেক ভালো হয়েছে। আজ উইকেট ব্যাটিংয়ের জন্য অনেকক্ষণ ভালো ছিল, তাই খেলা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে।’

ম্যাচের নায়ক নুরুল হাসান সোহানের ভূয়সী প্রশংসা করেন তিনি, ‘আজকে সে দারুণ ইনিংস খেলেছে। যখন জাকের আর শামীম ফিরে গেল, তখনই সে দায়িত্ব নিয়ে আমাদের হয়ে ম্যাচটা শেষ করেছে। ব্যাটারদের কাছ থেকে আমি এটিই চাই—সুযোগ আসলে যেন দায়িত্ব নিয়ে দলকে জেতায়।’

ক্রিকেট যে খেলোয়াড়দের মতো কোচদের জন্যও পরীক্ষা, সেটি মনে করিয়ে দেন সিমন্স, ‘এমন ম্যাচ কোচের জন্যও ক্ষতিকর। ক্রিকেট এমনই। তবে ভালো দিক হলো, যখন আপনি ধারাবাহিকভাবে এমন ক্লোজ ম্যাচ জিতবেন, তখন বাকি ম্যাচগুলোতেও আত্মবিশ্বাস বাড়বে। কিন্তু সত্যি বলতে, এমন ম্যাচ আপনার হার্ট সবসময় নিতে পারবে না।’

শেষ পর্যন্ত সিমন্সের চোখে এ জয় শুধু আনন্দের নয়, বরং বড় শিক্ষা। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি জয়ই যুদ্ধের মতো, আর আজকের ম্যাচ প্রমাণ করল—চাপের মুহূর্তই দলকে মানসিকভাবে আরও শক্ত করে গড়ে তোলে।

শেয়ার করুন