
ফেনীতে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীর জন্য একটি গভীর অন্ধকার অপেক্ষা করছে। আমরা বলেছি, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে এবং নির্বাচনের আগে জুলাই সনদকে সাংবিধানিক আইনের মধ্যে এনে বাস্তবায়ন করতে হবে।
মঙ্গলবার রাতে তিনি ফেনী সদর উপজেলার শর্শদিতে দুর্গাপূজা উপলক্ষে হিন্দ্র সম্প্রদায়ের মন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া নিয়ে আমরা শংকিত নয়। আশা করি সঠিক সময়ে নির্বাচনের সিডিউল ঘোষণা করা হবে। কিন্তুু আমরা শংকিত রয়েছি, ফেব্রুয়ারির নির্বাচন সুস্থ হবে কিনা? মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা? ভোটগুলো সঠিকভাবে গণনা হবে কিনা এবং সঠিকভাবে সঠিক লোকটি নির্বাচিত হয়ে জনগণের রায় সঠিকভাবে প্রতিফলিত করতে পারবে কিনা? আমরা সেটা নিয়ে চিন্তিত। ইতোমধ্যেই বিভিন্ন জায়গার ছাত্র সংসদ নির্বাচনে আমরা পরাজয় মেনে না নেওয়ার একটি মনোভাব অনেকের মাঝে দেখেছি। আবার সহিঞ্চতার অভাবও আমরা দেখেছি। জাতীয় নির্বাচনে এ প্র্যাকটিসটা থাকলে নির্বাচন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হবে না।
তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীনৈতিক ধারায় ফেরার ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। আওয়ামী লীগ যেহেতু আমাদের গণতন্ত্র, আমাদের স্বাধীকার, আমাদের বাকস্বাধীনতা লুটপাট করে সব কিছু ধ্বংস করেছিল। আমরা বলেছি আওয়ামী লীগের একটা ন্যায় বিচার হউক।
তিনি আরও বলেন, যারা অন্যায় অত্যাচারে আমাদের এই রাস্ট্র ব্যবস্থাকে ধ্বংস করেছে তাদের আমরা বিচার চাই। বিচারে তারা খালাস পেলে রাজনীতি করতে কোনো অসুবিধা নেই। বিচারে তাদের শাস্তি হলে শাস্তি ভোগের পরে তারা পরিশুদ্ধ হয়ে রাজনীতি করতে পারব
দলীয় নেতাকর্মীদের নিয়ে ফেনী-২ আসনের বিভিন্ন এলাকায় হিন্দু ধর্মাবলম্ভীদের পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসয় তিনি নিজ এলাকা শর্শদি ইউনিয়নের কুমিরা শ্রী শ্রী কালি মন্দির, উত্তর খানে বাড়ী সার্বজনীন দুর্গা মন্দির, কাজীরবাগ ইউনিয়নের দক্ষিন রুহিতিয়া জয় কালীবাড়ী দুর্গা মন্দির, বাশপাডা দুর্গা মন্দির, জয়কালী মন্দির, জগন্নাথ বাড়ী কালী মন্দির, গুরুচক্র মন্দির, বারাহীপুর মজুমদার বাড়ী দুর্গা মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজামÐপ কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন এবিপার্টি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, এবিপার্টি ফেনী জেলার আহবায়ক মাষ্টার আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ন আহবায়ক আফলাতুন বাকী, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, অর্থ সম্পাদক শাহীন সুলতানী, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।