১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সাকিবের দুর্দান্ত বোলিং, সহজ জয় আটলান্টার

শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের মাইনর লিগে আবারও আলো ছড়ালেন সাকিব আল হাসান। পাঁচ ওভারের সংক্ষিপ্ত ম্যাচে বল হাতে দাপট দেখিয়ে আটলান্টা ফায়ারকে এনে দিলেন জয়।

পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় আটলান্টা ফায়ার। দলের হয়ে দ্বিতীয় ওভারে আক্রমণে আসেন সাকিব। নিজের চতুর্থ বলেই নিকোলাস কীর্তনকে (৬) সাজঘরে ফেরান তিনি। সেই ওভারে খরচ হয় মাত্র ৪ রান।

চতুর্থ ওভারে আবারও বল হাতে নেন সাকিব। এ বার দ্বিতীয় বলেই শিকার করেন হিথ রিচার্ডসকে, যিনি রানের খাতা খুলতে পারেননি। ওই ওভারে মাত্র ২ রান দেন সাকিব। সবমিলে ২ ওভারে মাত্র ৬ রান খরচ করে তুলে নেন ২ উইকেট। নির্ধারিত ৫ ওভারে আটলান্টা লাইটেনিং থেমে যায় ৬ উইকেটে ১৯ রানে।

ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ছিল আটলান্টা ফায়ার। ওপেনার স্টিফেন টেলর প্রথম বলেই চার হাঁকান, পরের ওভারেও মারেন আরেকটি বাউন্ডারি। ইনিংসের তৃতীয় ওভারেই ছক্কা হাঁকিয়ে মাত্র ১৫ বল বাকি থাকতেই দলের জয় নিশ্চিত করেন তিনি।

৮ বলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রান করে অপরাজিত থাকেন টেলর। অন্য ওপেনার জাহমার হ্যামিল্টন ছিলেন ৭ বলে অপরাজিত ৩ রানে।

শেয়ার করুন