১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কুবিতে কুকসুর পূর্ণাঙ্গ রোডম্যাপের দাবিতে অবস্থান কর্মসূচি

শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রীয় ছাত্রসংসদের পূর্ণাঙ্গ রোডম্যাপের দাবিতে ‘কুকসু প্রতিষ্ঠা আন্দোলন’ ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্বর ) দুপুর ১ টার দিকে প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় তারা ‘ দাবি মোদের একটাই কুকসুর রোডম্যাপ চাই ‘,  ‘কুকসু মোদের অধিকার রুখে সাধ্য কার ‘,  ‘নো মোর ন্যাপ উই ওয়ান্ট রোডম্যাপ ‘ ইত্যাদি বলে স্লোগান দেন।

এ ব্যাপারে পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফ ভুঁইয়া বলেন, আমরা দীর্ঘদিন যাবত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (কুকসু ) নির্বাচন নিয়ে আন্দোলন করছি, কিন্তু তা ফলপ্রসু হচ্ছে না। এই নিয়ে প্রশাসন প্রতিনিয়ত কালক্ষেপণ করে যাচ্ছে । তাই আমরা আজকের অবস্থান কর্মসূচির  মাধ্যমে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচনকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইনে এখতিয়ার ভুক্ত করে আগামী সিন্ডিকেট সভার মাধ্যমে দ্রুত কুকসু নির্বাচনের রোডম্যাপ দিত হবে এবং আগামী একমাসের মধ্যে কুকসু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।

তিনি বলেন আরো বলেন ,’আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা তা শিক্ষা প্রতিষ্ঠান থেকে চালু হওয়া উচিত কিন্তু আমরা এটা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি।ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে এটা চালু করা সম্ভব। কুকসু নির্বাচন নিয়ে এসব তালবাহানা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে কুকসু রোডম্যাপ দিতে হবে। রোডম্যাপ নিয়ে তাদের কি আকাঙ্খা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা চাই নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কুকসু নির্বাচন অনুষ্ঠিত হোক।’

শেয়ার করুন