১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে পদযাত্রা, পুলিশের বাধা

শেয়ার করুন

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের গণপদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ গণপদযাত্রা শুরু হয়। তবে টিএসসি পার হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার পথে শিক্ষা ভবনের সামনে পুলিশ পদযাত্রায় বাধা দেয়। এ সময় শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, গণঅভ্যুত্থানের পর নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, কিন্তু তা বাস্তবে রূপ নেয়নি। দেশে নারীদের বিরুদ্ধে যেভাবে অপরাধ বাড়ছে, তাতে ঘরে বসে থাকলে নিরাপদ থাকা সম্ভব নয়। তাই তারা রাজপথে নেমেছেন।

তারা আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। মাত্র গতকালও একজনকে বাসার সামনে গুলি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে না, ফলে নারীসহ কেউই নিরাপদ নন। তাই তারা চান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন।

এর আগে, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুপুর সোয়া ২টায় শিক্ষার্থীদের একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে তাদের দাবিগুলো তুলে ধরা হয়:

১. জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ।
২. সারা দেশে ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
৩. ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার দ্রুত বিচার।
৪. সংশ্লিষ্ট আইনগুলোর যৌক্তিক সংস্কার।

 

শেয়ার করুন