
‘স্কাই ফোর্স’ বক্স অফিস বিতর্কে মুখ খুললেন পরিচালক সন্দীপ কেউলানি
সম্প্রতি মুক্তি পাওয়া অক্ষয় কুমার অভিনীত ছবি ‘স্কাই ফোর্স’ বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছে। তবে ছবির আয় নিয়ে উঠেছে নানা বিতর্ক। একজন খ্যাতনামা বাণিজ্য বিশেষজ্ঞের দাবি, প্রযোজনা সংস্থা ব্যবসার পরিসংখ্যান বাড়িয়ে দেখিয়েছে এবং আয় বেশি দেখানোর জন্য নিজেরাই অতিরিক্ত টিকিট কেটেছে।
তার দাবি অনুযায়ী, সিনেমাটি ভারতে ৮০ কোটির বেশি আয় করেছে এবং প্রথম সপ্তাহেই ১০০ কোটির মাইলফলক পেরিয়েছে। তবে বক্স অফিস রিপোর্টে কারসাজির অভিযোগে ছবির প্রকৃত আয় নিয়ে সংশয় তৈরি হয়।
এই বিতর্কের মধ্যেই ছবির পরিচালক সন্দীপ কেউলানি মুখ খুলেছেন। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, “কোনো মিথ্যা তথ্য প্রকাশ করা হয়নি। এটি দর্শকদের ভালোবাসার প্রতিফলন মাত্র। সিনেমাটি নিয়ে প্রতিক্রিয়া ভালো, সবাই প্রশংসা করছেন।”
বক্স অফিস কালেকশন নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে সন্দীপ বলেন, “যদি ‘মুন্নাভাই এমবিবিএস’ কারও প্রিয় সিনেমা হয়, তাহলে সে নিশ্চয়ই এর বক্স অফিস আয় নিয়ে ভাববে না।” তার মতে, বক্স অফিস ব্যবসা কোনো সিনেমার গুণমানের একমাত্র মাপকাঠি হতে পারে না এবং এই বিতর্ককে তিনি “অর্থহীন” বলে মনে করেন।
পরিচালকের মতে, “কোনো সিনেমা ৩০০ কোটি টাকা ব্যবসা করলেও সেটি ভালো সিনেমা নাও হতে পারে। তবে ‘স্কাই ফোর্স’-এর মতো সিনেমাগুলো দর্শকদের ভালো লাগার জন্যই তৈরি হয়।” তিনি আশাবাদী যে এই ছবি দর্শকদের মধ্যে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।