
মাঘ মাস বিদায় নিলেও শীতের দাপট কমেনি। ফাল্গুনের প্রথম দিনে দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে। মৃদু শৈত্যপ্রবাহের কারণে এ জেলার মানুষ কনকনে শীত অনুভব করছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ জানান, প্রায় দুই সপ্তাহ পর তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে নেমেছে। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, আর ভোর ৬টায় ছিল ১০.১ ডিগ্রি সেলসিয়াস।
তবে শীতের মধ্যেও ভোরের কুয়াশা কাটিয়ে দেখা দিয়েছে ঝলমলে রোদ। এতে নানা শ্রেণি-পেশার মানুষ কাজে বের হয়েছেন। কিন্তু তীব্র শীতে আয়-রোজগার কমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ।