১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য কাজ করছে সরকার

শেয়ার করুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সরকার আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা দ্রুত একটি নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে তারা কাজ করছেন। জনগণের প্রত্যাশা ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।”

মির্জা ফখরুল আরও বলেন, “আমরা আশা করছি, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, যা জনগণের প্রত্যাশারও প্রতিফলন ঘটাবে।”

 

শেয়ার করুন