১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে চলমান ভাঙচুরের জন্য ভারতও দায়ী: আজাদ মজুমদার

শেয়ার করুন

 

দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ভাঙচুরের ঘটনার জন্য ভারতও দায়ী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ভারতে বসে উসকানি দেওয়ার অভিযোগ

আজাদ মজুমদার বলেন, “বাংলাদেশে গণহত্যার দায়ে অভিযুক্ত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শেখ হাসিনা ভারতে থেকে উসকানি ছড়াচ্ছেন।”

তিনি আরও জানান, “গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে নোট ভারবাল পাঠানো হয়েছে। তবে এখনো ভারত থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। শেখ হাসিনার বক্তব্যের কারণে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে।”

সরকারের অবস্থান স্পষ্ট

সাম্প্রতিক ভাঙচুরের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট উল্লেখ করে উপপ্রেস সচিব বলেন, “সরকার একাধিক বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।”

বিদেশি বিনিয়োগের আহ্বান

প্রধান উপদেষ্টার সাম্প্রতিক দাভোস সফর প্রসঙ্গে তিনি বলেন, “তিনি সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বিশেষ করে চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়ে গুরুত্ব দিয়েছেন।”

গুজব ও অপতথ্যের বিরুদ্ধে প্রেস উইং

প্রেস উইং গুজব ও অপতথ্যের বিরুদ্ধে কাজ করছে উল্লেখ করে উপপ্রেস সচিব বলেন, “বিশ্বের কিছু খ্যাতনামা সংবাদমাধ্যমও বাংলাদেশের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছিল। তবে প্রেস উইং এটি শক্তভাবে মোকাবিলা করেছে, যার ফলে ওই সংবাদমাধ্যমগুলো পরবর্তীতে তাদের ভুল তথ্য সংশোধন করেছে।”

 

শেয়ার করুন