১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

স্লোগানে স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২, ভাঙচুর-আগুন

শেয়ার করুন

ধানমন্ডি ৩২-এ উত্তেজনা, বিক্ষোভে ভাঙচুর

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ছাত্র-জনতার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে ‘বুলডোজার মিছিল’।

ঘোষণা অনুযায়ী রাত ৮টায় কর্মসূচি থাকলেও সন্ধ্যার পর থেকেই সেখানে ছাত্র-জনতা জমায়েত হতে থাকে। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং রাত ৮টার কিছু আগে ৩২ নম্বরের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলা হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ডাক দেওয়া হয়। ঘটনাস্থলে দেখা গেছে, বিক্ষোভকারীরা ব্যাপক ভাঙচুর চালাচ্ছে এবং মুহুর্মুহু স্লোগান দিচ্ছে। পুরো বিল্ডিংটির অবকাঠামো ধ্বংস করা হচ্ছে। এর আগে, গত বছরের ৫ আগস্ট একই স্থানে অগ্নিসংযোগ করেছিল উত্তেজিত জনতা।

বিক্ষুব্ধ ছাত্র-জনতা বলছে, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল, সেই ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখা হবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

এ সময় উত্তেজিত জনতাকে, ‘খুনি আসলে লাইভে, জনতা যাবে ৩২-এ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’—এমন স্লোগান দিতে দেখা গেছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির পর উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই উত্তেজিত জনতা ধানমন্ডি ৩২ নম্বরে অগ্নিসংযোগ করেছিল।

 

শেয়ার করুন