১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবির তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন

শেয়ার করুন

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাধিক বিতর্কে জড়িয়েছে। বিশেষ করে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর একাধিক ম্যাচে স্পট ফিক্সিং নিয়ে গুঞ্জন উঠেছে। এই বিষয়টি নিয়ে বিসিবি বেশ সক্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যে ফিক্সিং সংক্রান্ত তদন্তের জন্য বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিট (ACU) কাজ শুরু করেছে।

এবার বিসিবি এই তদন্তে সহায়তা করার জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। এই তিন সদস্যের কমিটিতে রয়েছেন একজন সাবেক বিচারপতি, একজন সাবেক ক্রিকেটার এবং একজন আন্তর্জাতিক আইনজীবী। তারা তাদের মতামত ও বিশ্লেষণের মাধ্যমে বিসিবি এবং ACU-কে সহায়তা করবেন।

গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো এক প্রেস রিলিজে এই স্বাধীন তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেন হায়দার। কমিটির অন্য দুই সদস্য হলেন সাবেক ক্রিকেটার শাকিল কাসেম এবং আন্তর্জাতিক আইনজীবী ড. খালেদ এইচ. চৌধুরী। এই কমিটি নৈতিক বিষয়াদি ও তদন্তে ACU-কে সহায়তা করবে।

শেয়ার করুন