১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

৭ কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’

শেয়ার করুন

ঢাকার সরকারি সাতটি বড় কলেজের জন্য একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করছে সরকার, এবং নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’।

এ নামটি প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের নেতৃত্বে গঠিত একটি কমিটি। এই নামটি শিক্ষার্থীদের অবদান স্মরণ করে প্রস্তাব করা হয়েছে। এখন শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নামটি চূড়ান্ত করা হবে।

আজ, বৃহস্পতিবার, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ এবং কমিটির অন্য তিন সদস্য, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে এক বৈঠকে এ নাম প্রস্তাব করা হয়। ইউজিসি চেয়ারম্যান কালের কণ্ঠকে জানিয়েছেন, শিক্ষার্থীদের মতামত সংগ্রহের পরই নামটি চূড়ান্ত করা হবে।

 

শেয়ার করুন