১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় ১০ ফিলিস্তিনি নিহত

শেয়ার করুন

ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে, যাতে কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলা গত বুধবার পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় তুবাস এলাকায় চালানো হয়, এবং ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা করা হয়েছে।

গত জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে হামলা ও অভিযান আরও বৃদ্ধি করেছে। এর ফলে পশ্চিম তীরেও সহিংসতা তীব্র হয়ে উঠেছে, এবং এতে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেক বেসামরিক নাগরিকও রয়েছে। এছাড়া, হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।

পশ্চিম তীর ও ইসরায়েলে ফিলিস্তিনিদের হামলায় অনেক ইসরায়েলিও নিহত হয়েছেন। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর দখল করে নিলেও, গাজার মতো পশ্চিম তীরকেও ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের অংশ হিসেবে দেখতে চায়।

গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরেও সহিংসতার মাত্রা বৃদ্ধি পায়, এবং ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল পশ্চিম তীরে অভিযান আরও জোরদার করেছে।

 

শেয়ার করুন