
চলমান বিপিএলে খুলনা টাইগার্স সহজ ম্যাচগুলোও হারিয়ে বিপাকে পড়েছে। সর্বশেষ ফরচুন বরিশালের বিপক্ষে হারের পর প্লে-অফের সম্ভাবনা আরও কঠিন হয়ে গেছে। তবে দলের বিদেশি ক্রিকেটার উইলিয়াম বসিস্তো মনে করেন, নিজেদের কিছু ফিল্ডিং মিসই হারের কারণ। তবে ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চান তিনি।
গতকাল সংবাদ সম্মেলনে বসিস্তো বলেন, “এটা অনেক হতাশার। অনেক কাছে গিয়েও হারলাম। টি-টোয়েন্টি ক্রিকেটে গুরুত্বপূর্ণ মুহূর্তে এগিয়ে থাকতে হয়, যা আমরা করতে পারছি না। এজন্যই ম্যাচ হারেছি। হয়ত যদি তা করতে পারতাম, তবে সব ম্যাচই জিততাম। তবে এখনো আশা আছে, আমরা শেষ দুই ম্যাচ জিতে প্লে-অফে যেতে চাই।”
দলের ঘাটতি কোথায় এমন প্রশ্নের জবাবে বসিস্তো বলেন, “ফিল্ডিং। অনেক ভুল মিস করেছি আমরা। যে ম্যাচে জিতেছি, সেখানে ফিল্ডিং দারুণ ছিল। রানটা পার স্কোরের চেয়ে বেশি ছিল, বল স্পিন হচ্ছিল, পেসারদের গ্রিপ হচ্ছিল। ভেবেছিলাম ভালো রান হয়েছে, তবে বল হাতে ভালো হয়নি এবং ফিল্ডিংয়েও ভুল করেছি। এখানেই পার্থক্য তৈরি হয়েছে।”
বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গে বোসিস্তো বলেন, “এটা আসলে একটি মতামতের ব্যাপার। প্লেয়ার হিসেবে আমাদের কাজ হল পারফর্ম করা, নিজেকে প্রস্তুত রাখা এবং শতভাগ দেওয়া। দলের মালিক হিসেবে আরেকজনের দায়িত্ব চুক্তি অনুযায়ী কাজ করা। এই বিষয়টি ঠিক হচ্ছে না, যা হতাশার। তবে খুলনা দারুণ ছিল।”
প্লে-অফে যাওয়ার কঠিন সমীকরণ থাকলেও বসিস্তো চ্যাম্পিয়ন হওয়ার আশা প্রকাশ করেন, “আমার মনে হয়, পরের ২ ম্যাচ জিতলে আমরা ৪ নম্বরে চলে যেতে পারব। ভুলও হতে পারে। টানা ৫ ম্যাচ জিতলে বিপিএল চ্যাম্পিয়নও হতে পারি। আমাদের ফোকাস এখানেই। যদিও আজকের দিন নিয়ে হতাশ। তবে এখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে। রংপুর সামনে আছে, যারা শেষ দুই ম্যাচ হেরেছে। তারা ভালো দল, টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো কিছু হতে পারে যদি নির্দিষ্ট দিনে দল ভালো করে।”