১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিগ বস ১৮’ বিজয়ী করণবীর : যত টাকা জিতলেন অভিনেতা

শেয়ার করুন

রিয়্যালিটি শোয়ের মধ্যে অন্যতম জনপ্রিয় শো হলো বিগ বস। টেলিভিশনে সম্প্রচারের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও এই শো দারুণ জনপ্রিয়। সম্প্রতি বিগ বস ১৮-এর বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে, যা নিয়ে দর্শকদের মধ্যে ছিল চরম উত্তেজনা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার গ্র্যান্ড ফিনালের মঞ্চে শোয়ের সঞ্চালক সালমান খান বিগ বস ১৮-এর বিজয়ী হিসেবে করণবীর মেহেরার নাম ঘোষণা করেন।

ফাইনালে করণের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ভিভিয়ান ডিসেনা। তবে দর্শকদের ভোটের বিচারে করণ বেশ এগিয়ে ছিলেন। মুনওয়ার ফারুকী, এমসি স্ট্যান, এবং তেজস্বী প্রকাশের মতো অন্যান্য বিগ বস বিজয়ীদের তালিকায় এবার যোগ হলো করণবীর মেহেরার নাম।

বিজয়ের আনন্দে করণবীর তাঁর মা এবং বোনকে সঙ্গে নিয়ে বিগ বসের ট্রফি হাতে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লিখেছেন, “যে মুহূর্তের জন্য এতদিন অপেক্ষা করছিলাম, অবশেষে সেই দিনটি এল। জনতার পছন্দের প্রতিযোগী বিজয়ী হয়েছে।”

দর্শকদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে করণ বলেন, “আপনাদের নিরপেক্ষ ভালোবাসা এবং সহযোগিতা ছাড়া এই জয় সম্ভব ছিল না। এই জয় আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি।”

উল্লেখ্য, বিগ বস-এর বিভিন্ন সিজনে বিজয়ীর প্রাপ্য অর্থমূল্যের পরিমাণ বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে। প্রথম পাঁচ সিজনে বিজয়ীকে দেওয়া হতো ১ কোটি টাকা। পরে তা কমে ৫০ লাখে নেমে আসে। সিজন ১২-তে এই পুরস্কারমূল্য দাঁড়ায় ৩০ লাখ। তবে শোনা যাচ্ছে, করণবীর মেহেরা এই সিজনে বিজয়ী হিসেবে ৫০ লাখ টাকা পেয়েছেন।

 

শেয়ার করুন