
রাজধানীর মিরপুর-৬ নম্বর প্রশিকা মোড়ে বাটা শোরুমে লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ১২টা ২ মিনিটে। প্রাথমিকভাবে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। রাত ৩টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, মিরপুর ফায়ার স্টেশনের তিনটি, কল্যাণপুরের দুইটি এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে।
তিনি আরও জানান, ভবনটির নিচতলায় বাটা শোরুম এবং ওপরের তলাগুলোতে দুটি রেস্টুরেন্ট রয়েছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভাতে ফায়ার ফাইটারদের বেগ পেতে হয়েছে এবং শ্বাস নিতে সমস্যা হয়েছে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।