১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

মেডিকেলে ভর্তি পরীক্ষা : জাতীয় মেধা তালিকায় শীর্ষে যারা

শেয়ার করুন

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: জাতীয় মেধায় প্রথম সুশোভন বাছাড়

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন ৫,৩৭২ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করেছেন খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুশোভন বাছাড়, যার প্রাপ্ত নম্বর ৯০.৭৫।

রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় এই ফলাফল প্রকাশ করা হয়। এর পরপরই জাতীয় মেধায় শীর্ষস্থানধারীদের তালিকা প্রকাশিত হয়।

শীর্ষ ১০ জনের তালিকা

তীব্র প্রতিযোগিতার মধ্য থেকে সেরা ১০ জনের তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা হলেন:

1. সুশোভন বাছাড় – খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজ (৯০.৭৫)

2. মো. সানজিদ অপূর্ব বিন সিরাজ – চট্টগ্রাম কলেজ (৯০.৫০)

3. শেখ তাসনিম ফেরদাউস – শেখ আব্দুল ওহাব মডেল কলেজ (৮৯.৫০)

4. মো. আবুল ফাইয়াজ – দিনাজপুর সরকারি কলেজ

5. সুমাইয়া জাহান – হলিক্রস কলেজ

6. মো. আফতাব আহমেদ জয় – নটরডেম কলেজ

7. মো. মারহামাতুল করিম – রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ

8. মো. ফাইজুর রহমান – নটরডেম কলেজ

9. তাসনিমা তাবাসসুম – হলিক্রস কলেজ

10. এস.এম. মুনতাসীর মোস্তাফিস – পুলিশ লাইনস কলেজ, রংপুর

 

ফলাফলের বিশ্লেষণ

এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ১,৩১,৭২৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬০,০৯৫ জন উত্তীর্ণ হন, পাসের হার ৪৫.৬২ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে:

মেয়ে পরীক্ষার্থী: ৩৭,৯৩৬ (৬৩.১৩%)

ছেলে পরীক্ষার্থী: ২২,১৫৯ (৩৬.৮৭%)

পরীক্ষায় পাস নম্বর ছিল ৪০। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯০.৭৫।

কোটায় ভর্তি নিয়ে বিতর্ক

এ বছর ৪১ নম্বর পেয়ে কোটায় ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই নানা আলোচনা-সমালোচনা দেখা যাচ্ছে।

আসন সংখ্যা

৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫,৩৭২টি আসন রয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা দ্রুততম সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

 

শেয়ার করুন