
১৮ জানুয়ারি ২০২৫: সীমান্ত সংঘর্ষে উত্তেজনা, বিএসএফ ক্ষমাসুন্দর দৃষ্টিভঙ্গির আহ্বান জানিয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকায় শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশি সীমান্তে আমগাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে। বিএসএফ ও ভারতীয়রা অনুপ্রবেশ করে ১২ থেকে ১৫টি আমগাছ কেটে নেওয়ার চেষ্টা করলে, স্থানীয়রা বিজিবির সহযোগিতায় তাদের বাধা দেয়।
এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে শিবগঞ্জ উপজেলার ঝাইটন আলীর ছেলে আসমাউল (১৮) এবং একই এলাকার বাবু (২৬) রয়েছেন।
ঘটনার বিবরণ
বেলা সাড়ে ১২টার দিকে ভারতের সীমান্তবর্তী শতাধিক লোক বিএসএফের সহায়তায় কিরণগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ করে। বিজিবি স্থানীয়দের সহযোগিতার জন্য মাইকিং করলে উত্তেজনা চরমে পৌঁছায়। বিএসএফ সদস্যরা চারটি সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, এবং ককটেল নিক্ষেপ করে। অন্যদিকে, স্থানীয় ভারতীয়রা পাথর ছোড়ে। জবাবে বাংলাদেশি স্থানীয়রা “নারে তাকবির, আল্লাহু আকবার” স্লোগান দিয়ে প্রতিরোধ গড়ে তোলে।
স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান জানান, উত্তেজনাকালে ভারতীয়রা “জয় শ্রীরাম” স্লোগান দেয়, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। পরে স্থানীয়দের প্রতিরোধে বিএসএফ ও ভারতীয়রা কাটা গাছ ফেলে পালিয়ে যায়।
বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক
৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ভারতীয়রা সীমান্ত এলাকা থেকে সরে যায়। বিকেল ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এবং বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে অনুরোধ জানায়।
বর্তমানে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে বিজিবি।