১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পূজা চেরির মাকে নিয়ে আবেগঘন পোস্ট

শেয়ার করুন

শিশুশিল্পী হিসেবে শোবিজে পথচলা শুরু করা পূজা চেরি বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় নায়িকাদের একজন। ছয় বছরের ক্যারিয়ারে তিনি দর্শকদের জন্য উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। তবে এই বছর তার জীবনে এসেছে এক বড় ধাক্কা।

গত মার্চ মাসে পূজা চেরির মা ঝরনা রায় মৃত্যুবরণ করেন। মাকে হারানোর এই শোক তাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন, যেখানে তার মাকে পাশে থাকার কথা উল্লেখ করে লিখেছেন, “মামুনি তোমার কথা অনেক বেশি মনে পরছে। থেকো কিন্তু আমার সাথে মা।”

পূজার এই পোস্ট নেটিজেনদের মধ্যে আবেগ ছড়িয়ে দিয়েছে। এক ভক্ত মন্তব্য করেছেন, “আন্টি যে ছায়ায় ও মায়ায় মেখে রাখতো তোমাকে, সে কখনো দূরে থাকতে পারে না। অবশ্যই তিনি ছিলেন, আছেন, থাকবেন।” আরেকজন লিখেছেন, “আন্টির আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে, এটা আমি বিশ্বাস করি।”

পূজা চেরি মায়ের শূন্যতা কাটিয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার চেষ্টা করছেন। দর্শকদের আশা, শোক কাটিয়ে পূজা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন এবং তার কাজের মাধ্যমে মাকে গর্বিত করবেন।

 

শেয়ার করুন