আর্মি এভিয়েশন গ্রুপের এভিয়েশন স্কুলের পরিচালনায় সম্পন্ন হয়েছে বেসিক কোর্স-১৩। গত বুধবার ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি নবীন বৈমানিকদের সার্টিফিকেট প্রদান করেন এবং ফ্লাইং ব্রেভেট পরিয়ে দেন।
এই কোর্সে সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ মিলিয়ে মোট ২৪ জন তরুণ কর্মকর্তা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ফিক্সড উইং এপি. নং-৩৫১৬ লে. আদনান রাকিব, (এক্স), বিএন; রোটারি উইং এ বিএ-১০১৮৫ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল হাসিব, এসি এবং ইউএভি রেজিমেন্ট এবিএ-১০০৯৫ ক্যাপ্টেন ফাহিম-আল-জামান, ইএমই শ্রেষ্ঠ বৈমানিক হিসেবে নির্বাচিত হন।
আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।