খুলনায় সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতা আমির হোসেন বোয়াইং মোল্লা মারা গেছেন। বুধবার সকালে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় মামলা হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
জানা যায়, শুক্রবার রাতে টুটপাড়া থেকে বাসায় ফেরার পথে হামলার শিকার হন খুলনা নগরীর ৩০নং ওয়ার্ড বিএনপি নেতা আমির হোসেন। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় ও ঘাড়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যান। ৪ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার তিনি মারা যান।