সমাজে যিনি যত বড় তার মন তত ছোট।মনটাকে আমরা বড় করতে পারিনা।সমুদ্রের ঢেউ দেখি।পাহাড়কে আলিঙ্গন করি।কিন্তু মনটাকে বড় করি না।
সমাজে সহজভাবে সবাই সব কিছু পেতে চান।ছুঁতে চান। অকারণে অপরের উপর দোষ চাপিয়ে নিজেকে আড়াল করেন ব্যস্তহন নিজের শিকারে।
মূল্যবোধের জায়গাগুলো শেষ হয়ে যায় ভাবেননা দুইদিনের দুনিয়াতে এত লড়াই করে কি হবে?চিন্তা ও করেনা কোথায়,ছিলাম কোথায় যাচ্ছি, কেনো যাচ্ছি?জীবন বড় ক্ষনস্থায়ি এক মুহুর্তেই সব শেষ হয়ে যেতে পারে।মৃত্যূকে মানতে নারাজ।
কিন্তু মৃত্যু আমাদের জিবনের সাথে ঘুরে বেড়াচ্ছে।কে কখন চলে যাব কেউ জানিনা।এই জীবন ও মৃত্যুর মাঝে দাঁড়িয়ে মনে হয় দুনিয়াতে এত লড়াই করে কি হবে?
ক্ষমতা ক্ষনিকের বিষয়। মানুষ চলে গেলে কোনো কিছুই থাকবেনা।সব কিছু একজন মানুষের সঙ্গে চলে যায়।মৃত্যুকে মেনেই বেঁচে থাকলে সমস্যা কমে যায়।লড়াই থাকেনা।যুদ্ধ থাকেনা।
ভালো থাকবেন সবাইকে নিয়ে।
….
লূবনা ইয়াসমিন
সম্পাদক
সিএনআই…