
হিমালয় অঞ্চল থেকে নামা ঠান্ডা বাতাসে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীত জেঁকে বসেছে। কয়েক দিন ধরেই এলাকার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। ভোরে হালকা কুয়াশা দেখা গেলেও ঘন কুয়াশা নেই। পরে রোদ উঠলেও শীতের তীব্রতা কমছে না।
রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ৮৪ শতাংশে পৌঁছেছে।
সকালে মাঠে মাঠে ফসল ও ঘাসে জমেছে শিশিরবিন্দু। দিনভর রোদ থাকলেও রাত নামলেই শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে মধ্যরাতের পর হিমেল হাওয়ার কারণে ঠান্ডা আরও বাড়ছে। স্থানীয়দের মতে, সন্ধ্যার পর ঠান্ডা বেশি অনুভূত হলেও সকালে রোদ উঠলে সামান্য কমে যায়। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক থাকে, এরপর আবার ঠান্ডা হাওয়া বইতে শুরু করে।
তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, আজ সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ১৩ দশমিক ২ ডিগ্রি ছিল। বর্তমানে হালকা কুয়াশা পড়ছে, সামনে কুয়াশা ও শীত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
সিএনআই/২৫