।।শেখ শাহরিয়ার।জেলা প্রতিনিধি (খুলনা)।।
খুলনায় প্রীতি ক্রিকেট ম্যাচে খুলনা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে মর্ডান টাওয়ার দল। ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৮ ওভারেই জয় নিশ্চিত করে সময় টেলিভিশন, এখন টেলিভিশন ও চ্যানেল টুয়েন্টিফোরের সদস্যদের নিয়ে গঠিত এই দল। ব্যাট হাতে ৩৫ রান ও বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন চ্যানেল টুয়েন্টিফোরের বেল্লাল হোসেন সজল।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪০ রান তোলে খুলনা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। শুরু থেকেই বল হাতে আধিপত্য প্রতিষ্ঠা করে মর্ডান টাওয়ার, যা রান তাড়ায় দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়।
শনিবার সকালে খালিশপুর প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ছিল সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স এবং দর্শকদের উচ্ছ্বাসে এটি রূপ নেয় এক আনন্দঘন মিলনমেলায়। আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করাই ছিল এই প্রীতিম্যাচের মূল লক্ষ্য।
মর্ডান টাওয়ার দলে ছিলেন জাকারিয়া তুষার, বেল্লাল হোসেন সজল, তানজীম আহমেদ, আব্দুল হালিম, আবুল বাশার, ইলিয়াস হোসেন, শেখ রাসেল, নুরুল আমিন, সাব্বির ফকির, সাফায়েত হোসেন ও ইমন হোসেন। দলের কোচ ছিলেন নেয়ামুল হোসেন কচি।
খুলনা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষে খেলেন হেলাল আহমেদ, মামুন হাওলাদার, সাগর, হাবিবুর রহমান, কামরুল আহসান, ইমাম হোসেন সুমন, আব্দুর রাজ্জাক, শান্ত ইসলাম প্রমুখ।
সিএনআই/২৫